• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

অবসরপ্রাপ্ত কলেজশিক্ষিকার লাশ উদ্ধার


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৩:৩৭ পিএম
অবসরপ্রাপ্ত কলেজশিক্ষিকার লাশ উদ্ধার

পটুয়াখালীতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর অধ্যাপক মনোয়ারা বেগম নামের এক অবসরপ্রাপ্ত কলেজশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) ভোরে শহরতলির ইটবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীর কালিচন্না খেয়াঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মনোয়ারা বেগম পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। ২০২০ সালে তিনি অবসরে যান। তার স্বামী মো. ইসাহাক মোল্লা পটুয়াখালী করিম মৃধা কলেজের সাবেক অধ্যাপক। 

নিহতের পারিবারিক সূত্রে যানা যায়, ১৯ মার্চ বিকেলে শহরের সবুজবাগ ২ নম্বর লেনের নিজ বাসা থেকে নিখোঁজ হন মনোয়ারা বেগম। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে পটুয়াখালী সদর থানায় বিষয়টি মৌখিকভাবে জানান ইসাহাক মোল্লা। দুই বছর আগে করোনায় ছেলের অকাল মৃত্যুর পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিলেন মনোয়ারা বেগম।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ বিষয় নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী সদর থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।”

Link copied!