নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ৮ মাসের শিশুকে ৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করেছে র্যাব-১১। অপহরণের সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে র্যাব-১১ এর আদমজীনগর কার্যালয় থেকে লে. কর্নেল তানভীর মাহমুদ পাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত যুবক ময়মনসিংহের ভালুকা থানার মো. আকবর আলীর ছেলে জাকির হোসেন (৩৬)।
র্যাব জানান, ৯ জানুয়ারি ফতুল্লার মাসদাইর এলাকা হতে গার্মেন্টস কর্মী রুবেল ও রেখা দম্পতির আট মাসের শিশুপুত্র জুবায়ের আহম্মেদকে তাদের প্রতিবেশী ভাড়াটিয়া অপহরণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ১০ জানুয়ারি ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। গত ১২ জানুয়ারি র্যাব সদর দপ্তরের সহায়তায় র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর উত্তরায় অভিযান পরিচালনা করে জুবায়েরসহ অপহরণকারী জাকির হোসেনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে র্যাব জানান, অপহরণকারী জাকির হোসেন ও তার স্ত্রী নাজমা খাতুন ৪ মাস আগে ভিকটিমের বাসার পাশে নিজেদের আসল পরিচয় গোপন করে “জাহাঙ্গীর ও রোজিনা” ছদ্মনাম ব্যবহার করে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তখন থেকেই তারা আশপাশের শিশুদের অপহণের পরিকল্পনা করে আসছিলেন। জাকিরের স্ত্রী নাজমা খাতুন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন। তাকে গ্রেপ্তারের জন্য র্যাবের অভিযান চলছে।