• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৯:২৭ পিএম
অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে সুমি (২৪) নামের আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে পৌরসভার ফটিয়ামারী এলাকায় নিজ থেকে ঘর থেকে এই মরদেহ তার উদ্ধার করা হয়।

নিহত সুমি উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মোঘল শনির পালিত মেয়ে ও ফটিয়ামারী এলাকায় নির্মাণ শ্রমিক সুমনের স্ত্রী। তাদের তিন বছরের একটি শিশু ছেলে রয়েছে।

জানা গেছে, পাশের বাড়ির জোসনি নামের এক প্রতিবেশী প্রথমে ওই গৃহবধূকে দড়িতে ঝুলতে দেখেন। পরে নিহতের শাশুড়ি মাজেদা বেগমকে জানালে তিনি মরদেহ নামিয়ে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জামালপুর মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী সুমন পলাতক রয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি হাসানুজ্জামান সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।”

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

Link copied!