• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজশাহীতে ডেঙ্গুতে দুজনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৫:০৮ পিএম
রাজশাহীতে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার জেসমিন (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাকিবুল ইসলামের ছেলে পলাশ (২৯)।

বুধবার (২৫ অক্টোবর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা দুজনই জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।  অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪২৯ জন। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৪ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৯৯ জন। বর্তমানে আরও ২০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। 

Link copied!