• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ০৯:০২ পিএম
পঞ্চগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) তেঁতুলিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সরদারপাড়া গ্রামে এবং আলোয়াখা ইউনিয়নের বামন কুমার খাসপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলেন মায়ান ও সিফাত। মায়ান মির্জাপুর ইউনিয়নের পূর্ব সরদারপাড়া এলাকার মানিক হোসেনের ছেলে। আর সিফাত আলোয়াখোয়া ইউনিয়নের বামন কুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মায়ান সকালে বাড়ির উঠানে খেলছিল। এ সময় পাশের খালে পড়ে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে খালে পাওয়া যায়। অন্যদিকে, দুপুরে সিফাত বাড়ির পাশে স্কুল মাঠে খেলছিল। এসময় সে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা বলেন, পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

Link copied!