চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর একটি দুই মিনিটের ওই বক্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি বলেছেন, নৌকার কথা পবিত্র কোরআনে আছে। এ জন্য সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুই মিনিটের ওই বক্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর আগে, বুধবার (৮ নভেম্বর) লোহাগাড়া উপজেলায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওইদিনই নদভী নিজের ফেসবুক পেজে ২০ মিনিটের বক্তব্যটি শেয়ার করেন।
ওই বক্তব্যে নদভী আরও বলেন, ‘নৌকার ফজিলত আল্লাহ কোরআন শরিফে বলেছেন। হজরত নুহ (আ.)-এর সময় একটি বড় দুর্যোগ হয়। ওই সময় আল্লাহ তাআলা নুহ (আ.)-কে বড় একটি নৌকা বানাতে বলেন। নৌকা বানানোর পর ওই নৌকায় সবাই উঠে যায়। ফলে সবাই বেঁচে যায়।’
আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ‘সুতরাং নৌকা মানুষকে আশ্রয় দেয়। নৌকা শান্তির জায়গায় নিয়ে যায়। নৌকা মানুষকে বাঁচায়, আল্লাহর হুকুমে। সুতরাং নৌকার যেহেতু এই ফজিলত, আপনারা নৌকার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। স্পেশালভাবে নৌকার বিষয়ে কোরআনে বলা হয়েছে। অন্য মার্কার বিষয়ে কোরআনে কিছু বলা হয়নি। এ জন্য সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।’