• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সিরাজগঞ্জের মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৮:৪৫ এএম
সিরাজগঞ্জের মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি গমবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গমসহ পুড়ে গেছে পুরো ট্রাক। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার ষোল মাইল তবারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি গমবোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে কে বা কারা এতে আগুন দিয়ে পালিয়ে যায়। গমসহ পুরো ট্রাক পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!