ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুকুরে ডুবে সম্পদ কুমার (৭) ও মহারানী (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া থানার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী মহেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা ওই গ্রামের দয়াল চন্দ্র বর্মন ও ইতি রাণী দম্পতির সন্তান।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বাড়ির পেছনে পুকুরের পাশের জমিতে তাদের বাবা কাজ করছিলেন। সেই সময় তারা সেখানে ছিল। তাদের রেখে তার বাবা বাড়িতে আসেন। পরে তিনি গিয়ে তাদের আর দেখতে পাননি। পরে অনেক খোঁজাখুজির পরে পুকুরে জাল টেনে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।