• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

অপহরণের ৩৫ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ১০:৫৮ এএম
অপহরণের ৩৫ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

নওগাঁর মান্দায় অপহরণের ৩৫ দিন পরও উদ্ধার হয়নি এক স্কুলছাত্রী। ভুক্তভোগী উপজেলার বালুবাজার কিন্ডারগার্টেন কেজি স্কুল অ্যান্ড হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

অপহৃত ছাত্রীর মা বলেন, “অর্থ সম্পদের লোভে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। ৩৪ দিন আগে বালু বাজার হাইস্কুল মোড় এলাকা থেকে মেয়েকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শিশইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে রিপন। এ সময় মেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু তার আগেই মাইক্রোতে করে মেয়েকে নিয়ে যায় রিপন।”

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, তিনজনকে আসামি করে অপহরণের মামলা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
 

Link copied!