বিএনপিসহ সমমনাদের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন ফরিদপুরে মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।
বুধবার (৮ নভেম্বর) সকালে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় এ বিক্ষোভ করা হয়।
ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্ব এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজর রহমান সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।