খুলনায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদ হাসানকে (৫০) ১৯ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফুলতলা উপজেলার বড়িয়ারডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহিদ হাসান খানজাহান আলী উপজেলার বড়িয়ারডাঙ্গা গ্রামের কাওসার মোল্লার ছেলে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস জানান, বিয়ের নয় মাস পর জাহিদ হাসান তার স্ত্রীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেন। পরে মরদেহ নদী থেকে উদ্ধারের পর জাহিদের শ্বশুর যশোর জেলার অভয়নগর থানায় মামলা করেন। মামলার পর থেকে জাহিদ হাসান পলাতক ছিলেন। পরবর্তীতে তার অনুপস্থিতিতে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। জাহিদ হাসান ভারতে চার বছর পলাতক থাকার পর বাংলাদেশে ফিরে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।