টাঙ্গাইলের সখীপুর থেকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার তক্তারচালা এলাকা থেকে অর্থ কেলেঙ্কারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, জাপা নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ওসি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা দুটিই ঢাকার আদালতে করা। ওই দুই মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কাজী আশরাফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া তিনি সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।