ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মিলু বেগম (৫৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিলু বেগম সালথা উপজেলার খারদিয়া গ্রামের বাসিন্দা। এর আগে রোববার (২৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে মিলু বেগম নামের ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।”