• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজহাঁস নিয়ে ঝগড়ায় প্রাণ গেল গৃহবধূর


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০৩:৩৩ পিএম
রাজহাঁস নিয়ে ঝগড়ায় প্রাণ গেল গৃহবধূর

যশোরের শার্শা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের টর্চলাইটের আঘাতে জহুরা বেগম (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় রুবিনা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) ভোরে উপজেলা নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জহুর বেগম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন সংবাদ প্রকাশকে জানান, নিহত জহুরা বেগম লেখাপড়া জানের না। তাই প্রেসক্রিপশন দেখাতে পাশের বাড়িতে রুবিনা খাতুনের কাছে যান। সেখানে রাজহাঁস নিয়ে কথা ওঠে। একপর্যায়ে বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় রুবিনা খাতুন টর্চলাইট দিয়ে জহুরা বেগমের মাথায় আঘাত করেন। এ ঘটনাস্থলেই জহুরা বেগম মারা যান।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত রুবিনা খাতুন নামের এক নারীকে আটক করা হয়েছে।

Link copied!