• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরকারি চাল পাচারকালে আটক ১


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ১২:৪০ পিএম
সরকারি চাল পাচারকালে আটক ১

ন্যায্যমূল্যের চাল পাচারকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বাদলমোড় থেকে একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক জহির মণ্ডলকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে ট্রাকটি জব্দ করেন স্থানীয়রা। পরে চালসহ ট্রাক ও চালককে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ট্রাকচালক জহির মণ্ডল শাহজাদপুরের চর কৈজুরী গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে।

জহির মণ্ডল জানান, চর কৈজুরীর ৫ ডিলার দুঃস্থদের কাছ থেকে ৬০ বস্তা চাল কেনেন। এগুলো জেলা সদরে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। স্থানীয়দের হাতে আটকের সময় ট্রাকে থাকা দুইজন ডিলার পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, সরকারি ন্যায্যমূল্যের চাল পাচারকালে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকসহ চাল ভর্তি ট্রাকটি জব্দ করে এনায়েতপুর থানায় নিয়ে যায়। এ ঘটনায় ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় থানায় মামলা হয়েছে।

Link copied!