সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব আকবর লাবু চৌধুরী।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লাবু চৌধুরী বলেন, “আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। তাই দেশের মানুষের মাঝে বিভিন্ন ভাতা দেওয়া অব্যাহত রেখেছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটঘর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ।