বিএনপি ও বিরোধীদের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে গাজীপুর ভোগড়া বাইপাসে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে ভোগড়া বাইপাস মহাসড়কের মোগরখাল এলাকায় পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর বাসন থানার মোগড়খাল ভোগড়া বাইপাস মহাসড়কে দুর্বৃত্তরা চট্টগ্রামগামী পণ্যবাহী কাভার্ড ভ্যানে পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে।
বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।