• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সড়কের পাশে রাখা কাভার্ড ভ্যানে আগুন, আটক ১


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ১২:০৪ পিএম
সড়কের পাশে রাখা কাভার্ড ভ্যানে আগুন, আটক ১

নারায়ণগঞ্জ শহরের চানমারি এলাকায় সড়কের পাশে রাখা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানটি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা রেজিস্ট্রি অফিসের বিপরীতে এ ঘটনা ঘটে।

কাভার্ড ভ্যানের চালক জিল্লুর রহমান জানান, একটি কারখানা থেকে সিমেন্ট নিয়ে নরসিংদীতে নামিয়ে কারখানায় ফেরার পথে গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সড়কের পাশে গাড়ি রেখে তিনি মিস্ত্রির খোঁজ করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে কাভার্ড ভ্যানের সামনে থামে। মাইক্রোবাস থেকে ছয় থেকে সাতজন নেমে দৌড়ে এসে তার গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম জানান, সড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Link copied!