ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। আটকের পর বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
র্যাব ৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, বিএনপির অফিসের সামনে পুলিশের ওপর হামলার ঘটনা ও নাশকতা মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।