• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফেনী বিএনপির আহ্বায়ক আটক


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ১১:৫০ এএম
ফেনী বিএনপির আহ্বায়ক আটক

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৭। তবে তাকে কোথা থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র‍্যাব ও পুলিশ।

তবে থানায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব ইসলাম চৌধুরী।

এদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, পুলিশ প্রশাসন ২০১৮ সালের মতো একটি নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। তারা দলের সক্রিয় ও শীর্ষ নেতাদের টার্গেট করে জেলে বন্দী করার মিশনে নেমেছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!