• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মেয়ের বাড়ি যাওয়ার পথে লাশ হলেন বাবা


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০৩:৪৯ পিএম
মেয়ের বাড়ি যাওয়ার পথে লাশ হলেন বাবা

কুড়িগ্রামে জেলা শহরের দাসের হাট সংলগ্ন আরডিআরএস বাজার এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মো. আব্দুল মালেক (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আব্দুল মালেক মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার জন্য সকালের দিকে বাড়ি থেকে বের হন। পরে বড়বাড়ী বাজারের দিকে যাওয়ার পথে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল তিনি ঘটনাস্থলেই নিহত হন।  

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!