• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জেলা আ.লীগের সহসভাপতিকে মারধর, সাবেক ছাত্রদল নেতা আটক


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ১১:০৩ এএম
জেলা আ.লীগের সহসভাপতিকে মারধর, সাবেক ছাত্রদল নেতা আটক

জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এস এম মিজানুর রহমানের ওপর হামলা ও মারধরের ঘটনায় আরিফুল হাসান ওরফে মুক্তা (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে শহরের কালীঘাট এলাকার বাইপাস সড়কে এ মারধরের ঘটনা ঘটে। রাতে আরিফুল হাসানকে আটক করা হয়।

আরিফুল হাসান জামালপুর শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা ও জামালপুর শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শহরের বাইপাস সড়কে হাঁটতে বের হন মিজানুর রহমান। এ সময় সড়কে একদল দুর্বৃত্ত এক মোটরসাইকেল আরোহীকে মারধর করার চেষ্টা করছিল। মিজানুর রহমান তাদের কাছ থেকে ওই আরোহীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। ওই যুবকেরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের অনুরোধে মিজানুর রহমান সেখান থেকে চলে যান। সন্ধ্যার দিকে ফেরার পথে ওই এলাকায় তার ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে দুর্বৃত্তরা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বখাটেরা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলার ঘটনায় যারা ছিলেন, তারা ছাত্রদলের নেতাকর্মী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!