ঝিনাইদহে ইটভাটার মাটিকাটা এক্সেভেটর মেশিন দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের ফাইভ স্টার ইটভাটা থেকে সবুজ কাজী নামের ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সবুজ পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে।
নিহতের ভাই সোহাগ কাজীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ১১টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিল তার ভাই সবুজ কাজী। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিল। ওই সময় দুর্ঘটনায়বশত মেশিনের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি শাহীন উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।