নীলফামারীতে রাসেল ইসলাম রানা (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে নীলফামারী সদর উপজেলা রামগঞ্জ বাজারের পাশে নিজের বাসায় এ ঘটনা ঘটে।
রাসেল ইসলাম রানা সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকার আব্দুল হালিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে বাবা আব্দুল হালিমের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে নেওয়ার বায়না ধরেছিল রানা। কিন্তু বাবা তাকে ফোন কিনে দিতে না পারায় বৃহস্পতিবার বিকেলে ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দেয় সে। সন্ধ্যার দিকে বাসার লোকজন রানার রুম থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করেন। পরে পাশের ঘরের বেড়ার ফাঁক দিয়ে রানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুতে যেন আমার বাবা না কাঁদে। মা ছোট ছেলেকে মানুষ করিও। আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হলো। সরি মা, (I Love You-) মা। আল্লাহ হাফেজ।”
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, “গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।”