• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০৪:০৮ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১০২ জন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার ঠেঙ্গামারী এলাকার মো. সেলিমের স্ত্রী জেসমিন বেগম (৩২), রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার সোনাপুর এলাকার জব্বার মোল্যার ছেলে আশরাফ মোল্যা (১১) এবং মাগুরা সদরের আবালপুর এলাকার মো. শহিদুলের স্ত্রী জাহানারা বেগম (৪২)।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২৪৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৮ জন।

সিভিল সার্জন বলেন, “ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।”

Link copied!