ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে শর্ট সার্কিটের তারে স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মেয়েকে বাঁচাতে গেলে তার মা মরিয়মও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।