• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ফেনী বড় বাজারে ককটেল বিস্ফোরণ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৩:২৯ পিএম
ফেনী বড় বাজারে ককটেল বিস্ফোরণ

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের তিন দিনের ডাকা অবরোধের প্রথম দিন ফেনীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের বড় বাজার এলাকায় এক দল দুর্বৃত্ত এই ককটেল বিস্ফোরণ ঘটনায়। এতে বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ও মুখোশ বাধা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বিএনপি কার্যালয় সংলগ্ন ইসলামপুর রোডে এসে কয়েকটি ককটেল ছোড়েন। এ সময় তারা ব্যবসায়ীদের তাড়াতাড়ি দোকান বন্ধ করতে বলে তারা চলে যায়।

একই সময় শহরের ইসলামপুর রোড ও তাকিয়া রোডে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। সকালে সাড়ে ৭টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে আসার পর কাউকে দেখতে পায়নি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”

Link copied!