• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৯:৩৪ এএম
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ হন।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের নাম হাসিনা বেগম। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়।

ওসি কাঞ্চন কুমার সিংহ আরও বলেন, বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!