• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

পাবিপ্রবিতে ‘দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ কর্নার


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৪:৩০ পিএম
পাবিপ্রবিতে ‘দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ কর্নার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আর্দশ ও দেশপ্রেম শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্থাপন করা হল ‘দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ কর্নার ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে এ কর্নারের উদ্বোধন করেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হাফিজা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।

পাবিপ্রবির লাইব্রেরি বিল্ডিংয়ের রিডিং রুমে, বঙ্গবন্ধুর পোরট্রেট, পারিবারিক ছবি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দুর্লভ সব ছবি দিয়ে সাজানো হয় এই কর্নারটি। এছাড়াও কর্নারে রয়েছে পাঠাগার, যেখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে।
 

Link copied!