বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ১৫ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার বিকেলে চোর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২নং গেট থেকে চোর চক্রের ওই ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের শুকুর ইজারদারের ছেলে রাজু ইজারাদার (২৮), একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে শরিফুল ইজারদার (২৮) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের মো. ইমরান মুন্সির ছেলে রেজাউল মুন্সি হৃদয় (২০)।
ওসি এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বুধবার বিকেলে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ২ নং গেটের থেকে তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ আভিযানিক দল বিদ্যুৎ কেন্দ্রের ২নং গেটে এলাকায় অভিযান চালায়। এ সময়ে ১৫ কেজির অধিক পরিমাণে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।