• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

তাহিরপুরে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৯:২৩ পিএম
তাহিরপুরে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিএনপি ও জামায়াতে ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে তাদের আদালত পাঠানো হয়েছে। এর আগে রোববার (১২ নভেম্বর) রাত থেকে ও সোমবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলা বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট গ্রামের মৃত ছবর আলীর ছেলে বিএনপি নেতা আমীর শাহ (৪৫), একই গ্রামের মৃত খসরুর ছেলে শফিকুল (৪১), উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের রঙ্গাছড়া (বাগলী) মৃত আব্দুল হান্নানের ছেলে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল মিয়া (৪৬), কলাগাও গ্রামের এলাহী বক্স ফকিরের ছেলে জামায়াত নেতা আল আমিন (৩৫), সিরাজ খন্দকারের ছেলে জামায়াত নেতা মো. মাহমুদুল্লাহ হাসান (৪৯), উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের হান্নান খাঁর ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাদ হাসান রাব্বি (২৮)।

ওসি নাজিম উদ্দীন বলেন, হরতাল অবরোধকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!