পঞ্চগড়ের বোদায় সীমান্ত দিয়ে ভারতীয় মদ আনার সময় মদসহ মইনদ্দীন (২৮) নামের এক মাদককারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিওপির নায়েক সুবেদার দিলিপ কুমার বিশ্বাস।
এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে নীলফামারীর ৫৬ ব্যাটালিয়নের বিজিবির অধীনে জেলার বোদার কালিয়াগঞ্জ ধামেরঘাট এলাকায় ৭৬৯ নম্বর পিলার এলাকায় ৪৮ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।
আটক মইনদ্দিন ওই এলাকার মফিজ উদ্দীনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সীমান্তে টহল দিচ্ছিলেন তারা। ওই সময় বিশেষ সংবাদের ভিত্তিতে কালিয়াগঞ্জ ধামেরঘাট সীমান্তের ৭৬৯ নম্বর পিলার বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে ৪ জনকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা পালাতে চেষ্টা করে। তাদের মধ্যে মইনদ্দিনকে একটি বস্তাসহ আটক করা হয়। বাকি তিনজন পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় পান।
এ সময় বস্তা তল্লাশি করা হলে বিভিন্ন ব্রান্ডের ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়। জব্দ মদের বাজারমূল্য ৭২ হাজার টাকা ধরা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ধামেরঘাট বিওপির নায়েক সুবেদার।