ফেনীতে সন্ত্রাসী হামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ধানসিঁড়ি রেস্তোঁরায় এ ঘটনা ঘটে৷
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ধানসিঁড়ি রেস্তোরায় ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ, ধানঁসিড়ি দোকানের মালিক শিপন পারভেজ ও যুবলীগের সাগর রেস্টুরেন্টে গল্প করছিলেন। এ সময় তাদের ওপর মুখোশধারী একদল সন্ত্রাসী হামলা চালায় ৷ এতে শুভ, শিপন ও মোস্তফা মারাত্মকভাবে আহত হন। শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকিরা ফেনী জেলারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ৷ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷