• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কালকিনিতে দুই ইউপি সদস্যসহ ৩ জুয়াড়িকে কারাদণ্ড


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৭:১৩ পিএম
কালকিনিতে দুই ইউপি সদস্যসহ ৩ জুয়াড়িকে কারাদণ্ড

মাদারীপুরের কালকিনিতে জুয়া খেলার অভিযোগে দুই ইউপি সদস্যসহ তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মৃধা (৫৫), একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দানেশ সরদার (৫০) এবং একই এলাকার আজাহার সরদার (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের একটি নির্জনস্থানে অভিযান চালায় পুলিশ। সেখানে জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।  

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, “জুয়া খেলার খবর পেয়ে উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজন জুয়াড়িকে আটক করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে। তবে আমরা সবার সহযোগীতা কামনা করি।” 

Link copied!