চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে ঘুরতে গিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলা তিন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, নোয়াখালী শাখার সোনালী ব্যাংক কর্মকর্তা জামাল উদ্দিন (৩৪), সঞ্জয় বণিক (৩৫) ও মো. আলাউদ্দিন (৩৬)।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বেড়াতে যান ওই তিন ব্যাংক কর্মকর্তা। একপর্যায়ে তারা পথ হারিয়ে ফেলেন। পরে বের হওয়ার পথ খুঁজে না পেয়ে দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে কল করে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের একটি রেসকিউ টিম সোয়া তিনটার দিকে তাদের উদ্ধার করে।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নূরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্রথমে গুগল ম্যাপের মাধ্যেমে তাদের লোকেশন ট্রাকিং করা হয়। পরে তাদের সঙ্গে মোবাইল ফোন কথা বলে বের হওয়ার পথের নির্দেশনা দিতে থাকি এবং সাইরেন বাজাতে থাকি। এরপর তাদের উদ্ধার করে হোটেলে পৌঁছে দিই।”