প্রতি বছর ঈদুল আজহায় পশু কোরবানির পর বর্জ্য অপসারণ নিয়ে হিমশিম খেতে হয় ঢাকার দুই সিটি কর্পোরেশনকে। নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে না পারায় নগরজুড়ে সৃষ্টি হয় দুর্গন্ধের। আবার নগরবাসীও নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেলায় ড্রেনগুলো বন্ধ হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতার। তাই এবার ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।