পৃথিবী ছেড়ে যাওয়ার বিষয়টি বুঝি আগেই জানতেন সালমান প্রেম পিয়াসীrsquo;র নির্মাতা রেজা হাসমত lsquo;প্রেম পিয়াসীrsquo; সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তি পায়। রেজা হাসমত পরিচালিত এই ছবির ডাবিং শেষ করে রাতে এফডিসি থেকে বের হন সালমান শাহ। এরপর আর কোনো দিন তিনি ফিরে আসেননি। ছবিটির নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ-এর সঙ্গে কথা বলেন এই নির্মাতা। সাক্ষাৎকারটি নিয়েছেন মাজহার বাবু ক্যামেরায় কামরুল ইসলাম