ওটিটি প্লাটফর্মে আত্মপ্রকাশ করলো নতুন সিনেঅ্যাপ lsquo;সিনেবাজrsquo;। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে lsquo;সিনেবাজেরrsquo; উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শাপলা মিডিয়া অ্যাপটি বাজারে এনেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানকে নিয়ে এমন মন্তব্য করেন নায়ক জায়েদ খান ও অপু বিশ্বাস।