গ্র্যাজুয়েট হানিফ, ভুল ইংরেজি নিয়ে গর্বিত সিদ্দিক | সংবাদ প্রকাশ
সংবাদ প্রকাশ প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৬:২৭ পিএম
lsquo;গ্র্যাজুয়েটrsquo; নাটকে হানিফ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেতা সিদ্দিকুর রহমান। নাটকটিতে তিনি বেশ গর্বের সঙ্গে ভুল ইংরেজিতে কথা বলেন। বিষয়টি দর্শকদের আনন্দ দিলেও এ নিয়ে বাস্তব জীবনে তাকে পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে।