ওমিক্রন নিয়ে আতঙ্ক যেহেতু বাড়ছে, তাই এ সম্পর্কে সচেতনতা জরুরি। ইতিমধ্যে অনেকে দাবি করা শুরু করেছেন, ওমিক্রন অত্যন্ত দ্রুত ছড়ালেও এর ভয়াবহতা করোনার অন্য রূপগুলোর তুলনায় কম। তবে এই সব দাবি এখনও প্রমাণসাপেক্ষ। আলাপ করেছেন ডা. খোরশেদ আলম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড বায়োমেডিকেল রিসার্চের সাবেক প্রধান ও চিকিৎসা বিজ্ঞানের গবেষক।