ঈদের পর এফডিসিতে শুরু হয়েছে নতুন চলচ্চিত্র lsquo;প্রেম-প্রীতির বন্ধনrsquo; সিনেমার শুটিং। এতে জুটি বেঁধেছেন এই প্রজন্মের নায়ক জয় চৌধুরী ও অপু বিশ্বাস। ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। উপমা কথাচিত্র প্রযোজিত এই ছবিতে আরো অভিনয় করছেন আমান রেজা, মিশা সওদাগর, তাহমিনা মৌ, এল আর খান, হারুন কিসিঞ্জার, ববি, হায়দার আলী, জাদু আজাদ, নায়িকা শাহনুরসহ আরও অনেকে।