হঠাৎ করে আপনার কাছে মনে হতেই পারে আপনি ঘুরে বেড়াচ্ছেন রুশ কোন অঞ্চলে। চারদিকে রুশ ভাষার সাইনবোর্ড। দোকানিরা রুশ ভাষায় ডাকাডাকি করছেন। এদিক সেদিক ঘুরে সপরিবারে বা একা একা ঘুরে বেড়াচ্ছেন খোদ রুশ নাগরিকরা। কিন্তু এই অঞ্চলটি রাশিয়ার নয়, বাংলাদেশেরই একটি অঞ্চল, নাম রূপপুর। পাবনার ঈশ্বরদী উপজেলার এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ ঠিকমতো ইংরেজিই বলতে পারে না। অথচ তারাই ব্যবসার প্রয়োজনে শিখে নিয়েছে রুশ ভাষা। ভিনদেশিদের সঙ্গে গড়ে তুলেছে সখ্যতা।