সঞ্জয় লীলা বানশালি প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। lsquo;হীরামণ্ডিrsquo; শিরোনামের সিনেমাটিতে থাকছে চমক। একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, ওয়েব সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। এছাড়া থাকবেন সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি। বিশেষ ভূমিকায় থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চনও।