মাদক মামলায় হাজিরা দিতে এসে আদালতে অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পরীমনি। প্রচণ্ড গরমে ৬ তলার সিঁড়ি বেয়ে এজলাসে যাওয়ায় অসুস্থ হয়ে যান তিনি। শুনানির শেষের দিকে আদালতকক্ষে এজলাসের ভেতরেও শুয়ে থাকতে দেখা যায় তাকে। পরবর্তী সময়ে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভিড় সরিয়ে তাকে গাড়িতে নিয়ে যাওয়া হয়।