চট্টগ্রাম নগরীর আকবরশাহ সড়কের মুখে বসে শ্রম বিক্রির হাট। দেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রান্তিক অঞ্চল থেকে শ্রমিকরা চট্টগ্রামে আসেন কাজের সন্ধানে। আকবরশাহর এলাকায় এই শ্রম বিক্রির হাট গত ২৫ বছর ধরে চলে আসছে। ভোর থেকে কাজের জন্য বসে থাকেন ৩ থেকে ৫শ শ্রমিক। দৈনিক ৪৫০ থেকে ৫০০ টাকায় নিজেদের শ্রম বিক্রি করেন তারা। কাজের জন্য বৃদ্ধের চেয়ে জোয়ানদের চাহিদাই বেশি।