মাদক মামলায় ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার আগে পরীমনি আদালতে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। পরে দুপুর ১২টার দিকে শুনানি অনুষ্ঠিত হয়।nbsp; শুনানি শেষে ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। নির্ধারিত তারিখে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন তারিখ ধার্য করা হয়। মাদক মামলায় পরীমনি এখন জামিনে আছেন।