অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে অ্যাম্বুলেন্স সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর তেজগাঁও এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। ভারত সরকার বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার হিসেবে দেওয়ার আশ্বাস দিয়েছে। যার মধ্যে ইতোমধ্যে ৪১টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে।