চলমান কঠোর লকডাউনে জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সকল মার্কেট ও দোকান-পাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। তারপরও নির্দেশনা অমান্য করে পাড়া-মহল্লায় খুলছে দোকান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখলেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হচ্ছে সেগুলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, কেউ নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখলে তার ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।