সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক নিপীড়নের শিকার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাসের মুক্তির দাবিতে দেশব্যাপী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উদীচীর শিল্পীদের প্রতিবাদী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।