ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য স্থানীয় সরকারমন্ত্রীর দুঃখ প্রকাশ আগস্টে ডেঙ্গু প্রতিরোধ করা হবেmdash; এমন ঘোষণা দিয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। কিন্তু সেপ্টেম্বরে ডেঙ্গু আরো বেড়ে যাওয়ায় এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত lsquo;ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিয়ে ছায়া সংসদrsquo; অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দুঃখ প্রকাশের কথা উল্লেখ করেন মন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার বিষয়ে মো. তাজুল ইসলাম বলেন, ldquo;নির্দিষ্টভাবে এই ব্যর্থতা কারmdash; এটা বলার সুযোগ নাই। আমি নিজেও তো এর জন্য দায় দায়িত্ব অস্বীকার করি না। এ জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করছি।rdquo;